ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

১০ লাখি কোট পরায় মোদীকে রাহুলের খোঁচা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
১০ লাখি কোট পরায় মোদীকে রাহুলের খোঁচা ছবি: সংগৃহীত

ঢাকা: ১০ লাখ রুপি কোট পরায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার (২৫ ডিসেম্বর)  সন্ধ্যায় নয়াদিল্লিতে ওবামার সম্মানে অায়োজিত জমকালো ভোজসভায় সবার নজর কাড়ে মোদীর পরনে থাকা ওই গাঢ় রংয়ের স্ট্রাইপের প্রায় ১০ লাখ রুপি কোটটি।



বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিল্লিতে এক নির্বাচনী সভায় রাহুল বলেন, বিদেশে কালো টাকা ফিরিয়ে আনার ব্যাপারে মোদী জাতিকে বিভ্রান্ত করেছেন। কারণ তিনি নিজেই জনসাধারণের টাকা অপব্যবহার করে ওবামার সফরে (১০ লাখ রুপি) বিলাসবহুল স্যুট পড়েছেন ।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালের দাম নিয়ন্ত্রণ এবং ক্ষমতায় বসার ১০০ দিনের মধ্যে দেশে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুলের অভিযোগ, দিল্লির নির্বাচনে জয়লাভের জন্য ক্ষমতাসীন বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে।

তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকার ১৫ বছরের মধ্যে একটিও দাঙ্গা বাধেনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** মোদীর গায়ে ‘দশ লাখি’ কোট!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।