ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নেওয়ার আগে পরিবার নিয়ে গির্জায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
শপথ নেওয়ার আগে পরিবার নিয়ে গির্জায় ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর কয়েক ঘণ্টা পর শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে প্রার্থনা করার জন্য পরিবার নিয়ে গির্জায় গেছেন তিনি।

খবর বিবিসির।

সোমবার (২০ জানুয়ারি) খবরে বলা হয়েছে, আর মাত্র কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শেষ মুহূর্তে শপথ গ্রহণের আনুষঙ্গিক কাজ সম্পাদনে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সকালে হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত সেইন্ট জন্স চার্চে যান ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ও তাদের সন্তানরা এ সময় তার সঙ্গে গির্জায় উপস্থিত ছিলেন।

ট্রাম্প ছাড়াও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে সেইন্ট জন্স চার্চে উপস্থিত হন। গির্জার আনুষ্ঠানিকতা শেষে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের চায়ের দাওয়াতে অংশ নেবেন তারা।

স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এ আয়োজনে সমর্থক ও বিরোধী মিলিয়ে প্রায় দুই লাখ লোকের উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি দেখে থাকেন।

কিন্তু এবার ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে সেই রীতি মানছেন না। তিনি যাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা হলেন- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান, একুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাতেউশ মোরাভিয়েছকি।

ট্রাম্প আমন্ত্রণ না জানানোয় শপথ অনুষ্ঠানে থাকছেন না তার দক্ষিণ এশিয়ার বন্ধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পাননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফর ডার লিয়েন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।