ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আগে নেতানিয়াহুর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
যুদ্ধবিরতির আগে নেতানিয়াহুর সতর্কবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যদি যুদ্ধবিরতির দ্বিতীয় দফার আলোচনা ব্যর্থ হয়, তবে তার দেশ হামাসের বিরুদ্ধে যুদ্ধে আবারো অংশ নিতে প্রস্তুত।

রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি অস্থায়ী এবং ইসরায়েল গাজায় আক্রমণ পুনরায় চালানোর অধিকার রাখে।

আর এই পদক্ষেপে তাকে সমর্থন দিচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহু তার ভাষণে আরও বলেন, তিনি ইসরায়েলের সামরিক অভিযানকে সফল হিসেবে দেখছেন, যা গত ১৫ মাস ধরে চলেছে। এর মধ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ডও ছিল।

তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছি। এরপর তিনি আরও বলেন, হামাস এখন সম্পূর্ণ একা।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় গাজায় যুদ্ধবিরতি শুরু করছে ইসরায়েল।

শনিবারের ভাষণের আগে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ওই চুক্তি ততক্ষণ বাস্তবায়ন করবে না, যতক্ষণ না হামাস মুক্তি দেওয়ার জন্য কয়েকজন জিম্মির তালিকা দেয়।  

তিনি বলেন, চুক্তি লঙ্ঘন ইসরায়েল মেনে নেবে না।

ইসরায়েলি গণমাধ্যম ৩৩ জিম্মির একটি তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে। তবে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

 ইসরায়েল বলছে, তারা এ পর্যন্ত মাত্র তিনজন জিম্মির নাম পেয়েছেন, যাদের রোববার মুক্তি দেবে হামাস।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।