ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গভীর খাদে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
গভীর খাদে পড়ল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৫ খাদে পড়া গাড়িটি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে উল্টে গভীর খাদে পড়ে পাঁচ সেনার প্রাণ গেছে। একইসঙ্গে পাঁচজন আহতও হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ১১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একটি কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) এবং মানকোট থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস এক্স হ্যান্ডলে জানায়, পুঞ্চ সেক্টরে ডিউটিরত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনার মর্মান্তিক মৃত্যুতে হোয়াইটনাইট কর্পসের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ ১১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একটি সামরিক যান নীলম সদর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর বালনোইয়ের দিকে যাচ্ছিল, সেখানেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রায় ১৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যাত গাড়িটি।

তবে কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই বলছে, সেনাবাহিনীর গাড়িটি ৩০০ ফুট গভীর খাদে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।