ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া নিয়ে ৫ আরব দেশসহ ইরান-তুরস্ক-রাশিয়ার যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
সিরিয়া নিয়ে ৫ আরব দেশসহ ইরান-তুরস্ক-রাশিয়ার যৌথ বিবৃতি

সিরিয়ার উদ্ভূত পরিস্থিতিতে যৌথ বিবৃতি দিয়েছে পাঁচ আরব দেশসহ আট দেশ। খবর আল জাজিরা।

কাতার, সৌদি আরব, জর্দান, মিশর, ইরাক, ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেছেন, উদ্ভূত পরিস্থিতি সিরিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক।

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সিরিয়ায় সব পক্ষকে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে, যা সামরিক অভিযান বন্ধ করবে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করবে।

এতে আরও বলা হয়েছে, তারা একমত হয়েছেন যে সিরিয়ার লোকজনের জন্য মানবিক সহায়তা বাড়ানো এবং তা সহজে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় পৌঁছানো নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টা বাড়ানো দরকার।

পররাষ্ট্রমন্ত্রীরা সব পক্ষকে যুদ্ধ বন্ধ করতে এবং জাতিসংঘের ২২৫৪ নম্বর প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে দেশ অরাজকতা ও সন্ত্রাসবাদের কবলে না পড়ে এবং শরণার্থী ও বাস্তুচ্যুতরা স্বেচ্ছায় ফিরে আসতে পারেন।

সিরিয়ার বিরোধী দলগুলোর দাবি, তাদের বাহিনী হোমস শহরে প্রবেশ করেছে এবং সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘিরে ফেলতে শুরু করেছে। খবর আল জাজিরার।  

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যোদ্ধারা এগিয়ে আসায় দক্ষিণের আরও অঞ্চল থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার আলেপ্পো, হোমস ও দারার মতো শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।