ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশ-সেনার ব্যারিকেড ডিঙিয়ে রেড জোনে খান সমর্থকরা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পুলিশ-সেনার ব্যারিকেড ডিঙিয়ে রেড জোনে খান সমর্থকরা, নিহত ৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা বাহিনী সঙ্গে খান সমর্থকদের সংঘর্ষে একাধিক হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।

 

ইসলামাবাদে প্রবেশে বাধা দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।   

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা আদালতে শুনানির আগে তার মুক্তির দাবি জানাতে কাঁদানে গ্যাস ও পুলিশি বাধা উপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশ করে। এই সংঘর্ষ চলার সময় আন্দোলনকারীদের গাড়ির নিচে পড়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

এর আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা সংঘর্ষে লিপ্ত হলে সরকার তাদের ওপর গুলি চালানোর হুমকি দিয়েছিল। সে সময় শেহবাজ শরিফ সহিংসতার নিন্দা করে বলেছিলেন, এটি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এটি উগ্রপন্থা।  

ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদের দিকে এগিয়ে আসার পথে দুই দিন ধরে সংঘর্ষ চলছে। গত সপ্তাহে দেশটির প্রশাসন ইসলামাবাদে দুই মাসের জন্য জনসমাবেশ নিষিদ্ধ করেছিল।

সংবাদমাধ্যম আলজাজিরা তাদের স্থানীয় প্রতিনিধির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদে প্রবেশ করেছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। চার নিরাপত্তা কর্মীর পাশাপাশি একজন আন্দোলনকারীও নিহতের খবর পাওয়া যাচ্ছে; আলাদা এক ঘটনায় আরোও একজন পুলিশ কর্মকর্তা নিহতের খবর শুনা যাচ্ছে; তবে উত্তেজনা এবং গুজবের মধ্যে কোনো সংবাদই এখন সঠিক ভাবে যাচাই করা যাচ্ছে না।  

সরকার বলছে ইমরান খানের সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়িচাপা দিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আন্দোলনকারীদের ভয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে এই মৃত্যু হয়েছে।

আলজাজিরা খবরে আরও জানানো হয়, নিরাপত্তা বাহিনী ইমরান খানের সমর্থকদের ওপর সরাসরি গুলি করছে। আন্দোলনরারীরা ইসলামাবাদের রেড জোনের ডি-চৌক পৌঁছে গেছে।  ওই এলাকায় বেশিরভাগ সরকারি ভবন অবস্থিত। রেড জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার, একটি আদালত রাজধানীতে সমাবেশ নিষিদ্ধ করেছিল এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে গ্রেপ্তার করা হবে। পুলিশ শুক্রবার থেকে ইমরান খানের প্রায় ৪ হাজারেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে। দেশটির কিছু অংশে মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ইমরান খানকে ২০২২ সালে একটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন তিনি এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে। তার দল পিটিআই বলছে, এই মামলা গুলি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত, তবে কর্তৃপক্ষ বলছে যে শুধুমাত্র আদালতই তার মুক্তি আদেশ দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।