ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভোট দেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফ্লোরিডার পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে ভোট দেন ট্রাম্প।

এরপর তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।  

প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যাশ্চর্য এক প্রত্যাবর্তন চাইছেন।  

গত কয়েক সপ্তাহের জরিপে ট্রাম্প-হ্যারিস দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।