ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট গণনার মধ্যে প্রথমবারের মতো মুখ খুললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ভোট গণনার মধ্যে প্রথমবারের মতো মুখ খুললেন মোদী

ভারতে লোকসভা নির্বাচনের দীর্ঘ কর্মযজ্ঞ শেষে মঙ্গলবার (৪ জুন) ভোটগণনা চলছে সকাল থেকে। এ দিন সন্ধ্যার পর প্রথমবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললেন।

বিজেপির এই নেতা সমর্থক ও দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি লেখেন, জনগণ এনডিএর ওপর টানা তৃতীয়বারের মতো বিশ্বাস রেখেছে। এটি ভারতের ইতিহাসে ঐতিহাসিক এক কীর্তি।

ভারতীয় সময় রাত ৮টায় মোদীর ভাষণ দেওয়ার কথা ছিল। বিজেপির সদরদপ্তরে মোদী যেতেই উদযাপনের দৃশ্য দেখা যায়। কাগজের রঙিন টুকরো বাতাসে উড়তে থাকে। জনতার উদ্দেশে হাত নাড়িয়ে মোদী মঞ্চের দিকে পৌঁছান।

উপস্থিতরা তার দিকে স্মার্টফোন ও পতাকা নেড়ে তাকে অভ্যর্থনা জানান।

লোকসভা নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)।

বিজেপি হলো ভারতীয় জনতা পার্টি যারা টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছে। এনডিএ জোট জয়ী হলে বিজেপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।