ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত ১১  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত ১১  

যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে।  রোববার রাতে এই টর্নেডো আঘাত হানলে টেক্সাসের কুক কাউন্টিতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আরকানসাসে  নিহত হয় আরও দুজন।

টর্নেডোর আঘাতে ওকলাহোমায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, কানসাস ও আরকানসাসে অন্তত ৩ লাখ ৭৫ মানুষ বিদ্যুৎ-সংযোগহীন হয়ে পড়েছে। খবর আল জাজিরা।

কুক কাউন্টির শেরিফ (প্রশাসনিক কর্মকর্তা) বলেছেন, তার শহরে নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু আছে।  যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস ও স্থানীয় কর্তৃপক্ষ এই টর্নেডোর পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রে সাধারণত এপ্রিল ও মে মাসে ব্যাপক টর্নেডো হয়ে থাকে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে এই টর্নেডো আঘাত হানার আশঙ্কা বেশি থাকেই। কদিন আগেই আইওয়াতে টর্নেডোর কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।