ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ২২, ২০২৪
জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঋষি সুনাক নিজেই।

তার ঘোষণা অনুযায়ী আগামী ৪ জুলাই হবে এ নির্বাচন। সূত্র: বিবিসি।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত পাঁচ বছর যুক্তরাজ্যকে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করেছি। যা আমাকে ব্রিটিশ হিসেবে গর্বিত করেছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।