ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাল্টা উপকূলে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ২০, ২০২৪
মাল্টা উপকূলে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ২০১৯ সাল থেকে ভূমধ্যসাগরে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ওশান ভাইকিং

ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে একটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিংয়ের উদ্ধারকারী দল। খবর এএফপির।

তারা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। উত্তর লিবিয়ার বেনগাজি থেকে যাত্রা শুরু করেন। তারা ইতালির সিসিলি দ্বীপে যেতে চেয়েছিলেন।

দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি জানায়, ২০১৯ সাল থেকে ভূমধ্যসাগরে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তাদের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। সর্বশেষ এ ৩৫ জনকে উদ্ধার করলো জাহাজটি।  

ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে।

ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন স্রোতের সামনের সারির দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। প্রায়ই দেশটি সমুদ্রে উদ্ধারস্থল থেকে অনেক দূরের বন্দরে অভিবাসনপ্রত্যাশীদের নামাতে  উদ্ধার জাহাজগুলোকে নির্দেশনা দেয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।