ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩ আল-শাবাব যোদ্ধাদের প্রশিক্ষণ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

খবর আল জাজিরার।

আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।  

পুলিশের মুখপাত্র সাদিক আলী মঙ্গলবার বলেন, মোগাদিসুর হামার ওয়েইন জেলার একটি ভারতীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণ ঘটান আত্মঘাতী হামলাকারী। পুলিশ তাকে ধাওয়া করছিল।

আল-শাবাব এক বিবৃতিতে বলেছে, স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, সেই সংখ্যা উল্লেখ করা হয়নি।

সোমালিয়া গত কয়েক বছর ধরেই নিরাপত্তাহীনতায় জর্জরিত। সেখানে প্রধান হুমকি হলো আল-শাবাব ও আইএসআইএল গোষ্ঠী।

আল-শাবাব প্রায়ই সামরিক চৌকিগুলোর পাশাপাশি বেসামরিক লোকজন ও সরকার লক্ষ্য করে হামলা চালায়। সরকারের পতনের সঙ্গে গোষ্ঠীগুলো নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়।  

গত বছর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে এ গোষ্ঠীটি তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।