ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নববর্ষের ভাষণে সৈন্যদের প্রশংসায় ভাসালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নববর্ষের ভাষণে সৈন্যদের প্রশংসায় ভাসালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নববর্ষের ভাষণে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ সমর্থনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি  ইউক্রেন যুদ্ধ নিয়ে স্পষ্টভাবে কোনোকিছু উল্লেখ করেননি।

 

ক্রেমলিনের নেতা তার সৈন্যদের সত্যের লড়াইয়ের অগ্রভাগের বীর বলে প্রশংসায় ভাসিয়েছেন। খবর বিবিসির।  

ভাষণে পুতিন অর্থনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন। এটি অনেক রুশ নাগরিকের কাছেই প্রধান বিষয়। তিনি ২০২৪ সালকে পরিবারের বছর হিসেবে উল্লেখ করেন।  

আগের বছর পুতিন সৈন্যদের পাশে তার ভাষণ দেন এবং টিকে থাকার জন্য ছাড় দিতে কঠোর আহ্বান জানান।

পুতিন তার ভাষণে বলেন, সত্য ও ন্যায়ের জন্য লড়াইয়ের অগ্রভাগে যারা রয়েছেন, আপনারা সবাই বীর। আপনারা আমাদের হৃদয়ে রয়েছেন। আপনাদের নিয়ে আমরা গর্বিত। আপনাদের সাহসকে আমরা শ্রদ্ধা জানাই।  

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একাধিকবার প্রমাণ করেছি, সবচেয়ে কঠিন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আমরা পিছু হটব না। কারণ, কোনো শক্তি আমাদের বিভক্ত করতে পারে না। আমরা আমাদের মনন, কাজ ও লড়াইয়ে ঐক্যবদ্ধ।

আগেই রেকর্ড করা ভাষণটি মধ্যরাতের ঠিক আগে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। রুশ নেতা লিওনিদ ব্রেজনেভ নববর্ষের ভাষণের প্রচলন শুরু করেন।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।