ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মণিপুরে শনিবারের সংঘর্ষে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
মণিপুরে শনিবারের সংঘর্ষে ৬ জন নিহত

গত ২৪ ঘন্টায় সংঘর্ষপ্রবণ মণিপুরে বিভিন্ন অঞ্চলে পিতা-পুত্রসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী হামলায় আরও প্রায় ১৬ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো বলছে, সেনাবাহিনী এই এলাকায় একটি বড় চিরুনি অভিযান শুরু করেছে। পুরো ইম্ফলে আজও কারফিউজারি আছে।

দু'সপ্তায় মধ্যে গত শনিবার (৫ আগস্ট ) ছিল মণিপুরের সবচেয়ে মারাত্মক দিনগুলির মধ্যে একটি, এ দিন বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্তের বেশ কয়েকটি জায়গায় দিনব্যাপী গোলাগুলিসহ মর্টার এবং গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে।

গতকাল বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকার একটি গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়। সেনা বাহিনী বলছে,নিহত দু'জন কে  কাছ থেকে গুলি করা হয়েছে পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

৩ মে প্রথম সহিংসতা শুরু হলে এই গ্রামবাসীরা আশ্রয় শিবিরে পালিয়ে যায় । নিহত পিতা-পুত্র আশ্রয় শিবিরেই বসবাস করছিলেন কিন্তু শুক্রবার তাদের গ্রাম পাহারা দিতে ফিরে এসেছিলেন।


বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।