ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘হিজাবে বাধ্য করতে’ ইরানে ফের নৈতিকতা পুলিশের টহল শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
‘হিজাবে বাধ্য করতে’ ইরানে ফের নৈতিকতা পুলিশের টহল শুরু

নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আবারও অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

রোববার (১৭ জুলাই) পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হিজাব আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে মোরালিটি পুলিশ বা নৈতিকতা রক্ষা পুলিশ আবারও রাস্তায় রাস্তায় টহল দেবে।

প্রায় ১০ মাস আগে হিজাব আইন ভঙ্গের অভিযোগে তেহরানে পুলিশের হাতে আটক হওয়ার পর মারা গিয়েছিলেন মাশা আমিনি। সেই মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের তৈরি হয়।

এরপর ইরানের নৈতিকতা রক্ষা পুলিশের টহল কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে অনেকে দাবি করছিলেন যে, নৈতিকতা পুলিশের টহল কার্যক্রম যেন ফের শুরু হয়।

ইরানের আইন অনুযায়ী, সেদেশের নারীদের অবশ্যই মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়।

এসব নিয়মকানুন যেন সবাই মেনে চলে, তা দেখার দায়িত্ব ইরানের নৈতিকতা রক্ষা পুলিশের। কেউ যদি আইনবিরোধী পোশাক পরে, তাহলে তাকে আটক করার ক্ষমতাও এই বাহিনীকে দেওয়া হয়েছে।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।