ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হবে টেসলার কারখানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ভারতে হবে টেসলার কারখানা

টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক। মঙ্গলবার (২০ জুন) নিউইয়র্কের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর ইলন মাস্ক জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। কয়েক বছর আগেও তিনি আমাদের কারখানায় এসেছিলেন। আমাদের পুরনো পরিচয় আছে।

২০১৫ সালে মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন।

মাস্ক বলেছেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।

টেসলার ভারতে যাওয়া এবং কারখানা করার প্রসঙ্গে মাস্ক বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে যাবে।

মোদির প্রশংসা করে মাস্ক বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের জন্য ভাবেন। তিনি আমাদের বারবার বলছেন, যাতে আমরা ভারতে বিনিয়োগ করি, আমরা করব। তবে আমাদের ঠিক সময়টা বেছে নিতে হবে। মোদি কোম্পানিগুলোকে সাহায্য করতে চান। তিনি ভারতের জন্য ঠিক কাজটা করতে চান। ভারত যেন সুবিধাজনক অবস্থায় থাকে, তিনি সেটাও চান।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। এই বছরের শেষ দিকে কোথায় কারখানা হবে তা তিনি ঠিক করতে চান।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।