ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে আগুনে পুড়ে মরল পাঁচ সন্তানসহ মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
উত্তরপ্রদেশে আগুনে পুড়ে মরল পাঁচ সন্তানসহ মা

সবাইকে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পুরো পরিবার। কে জানতো এ ঘুমই যে, তাদের চিরঘুম।

তারা জেগে উঠবে না আর কোনোদিন। গভীর ঘুমে আচ্ছন্ন পুরো পরিবারকে গ্রাস করল আগুনের লেলিহান শিখা। মা ও পাঁচ সন্তানসহ আগুনে পুড়ে মরল সবাই।  

বুধবার (১৪ জুন) রাতে ভারতের উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় এ ঘটনা ঘটে।

জেলার রামকোলা এলাকায় যখন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন পরিবারটি ঘুমে আচ্ছন্ন ছিল। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।  

পুলিশ জানায়, পরিবারের সব সদস্য ঘুমন্ত থাকায় আগুন সবাইকে পুড়িয়ে মারে। তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, ঝুপড়ির ভেতরে আগুন দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা আগুন নিভিয়ে ভেতরে আটকে পড়া পরিবারকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ।

উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করে জেলা কর্মকর্তাদের দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি নিহত প্রত্যেকের জন্য চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।