ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য তুরস্কে নতুন শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
মধ্য তুরস্কে নতুন শক্তিশালী ভূমিকম্প

মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

খবর আল জাজিরা।

এদিকে, ফ্রান্স ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গোলবাসির কাছে ভূমিকম্পের শক্তি ছিল ৫ দশমিক ৬। এটি ভূ-পৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ছিল।

উভয় সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টা ১৩ মিনিটে কম্পনটি হয়েছিল। তবে আল জাজিরার প্রতিবেদনে এর কোনো বিস্তারিত বলা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ৪ হাজার ৩৫০ ছাড়িয়েছে। যদিও ডব্লিউএইচও বলছে, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

সোমবার তুরস্কে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি আঘাত হানে ভোরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে  এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

এরপর আজ মধ্যরাতেও মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেল।

এদিকে ভূমিকম্পের শিকার দেশ দুটির জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।