ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাচের ভিডিও পোস্ট করায় ইরানি দম্পতির ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
নাচের ভিডিও পোস্ট করায় ইরানি দম্পতির ১০ বছরের জেল

রাস্তায় নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত।

তাদের দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রচারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিওটিতে ওই দম্পতি তেহরানের আজাদি (স্বাধীনতা) টাওয়ারে নাচতে দেখা গেছে।

নৈতিকতা পুলিশের হাতে আটক এক নারীর মৃত্যুর পর বিক্ষোভে যুক্ত হতে দেখা যায় এমন ব্যক্তিদের কঠোর শাস্তি দিচ্ছে ইরান কর্তৃপক্ষ। যদিও এই দম্পতির নাচ ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়।

একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে, নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর ওই দম্পতিদের গ্রেপ্তার করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাদের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন।

গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক নারীর মৃত্যুর পর ইরান জুড়ে সরকারবিরোধী ছড়িয়ে পড়ে। তেহরানে নারীদের হিজাব ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।