ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে আরেক দফায় মিলল গোপনীয় সরকারি নথি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
হোয়াইট হাউসে আরেক দফায় মিলল গোপনীয় সরকারি নথি

হোয়াইট হাউসের ক্রমবর্ধমান রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা গোপনীয় সরকারি রেকর্ডের একটি নতুন ব্যাচ খুঁজে পেয়েছেন। দ্বিতীয় আরেকটি স্থানে এগুলো পাওয়া যায়।

প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিসে নথি পাওয়া গিয়েছিল। ওই অফিসটি বাইডেন অতীতে ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পর ব্যবহার করেছিলেন।

বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। বিষয়টি মার্কিন বিচার বিভাগ পর্যালোচনা করছে।

বাইডেনের পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে গোপন ফাইল পরিচালনা করার অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন।

হোয়াইট হাউসের কাছে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান ‘পেন বাইডেন সেন্টারে নভেম্বরে প্রায় ১০টি নথির প্রথম ব্যাচ পাওয়া গিয়েছিল। ওই কাগজপত্রগুলোর মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো ও ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন পাওয়া ব্যাচ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের প্রথম ফাইলগুলো সম্পর্কে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছিলেন।

জঁ-পিয়ের বলেন, ‘এটি বিচার বিভাগ পর্যালোচনা করছে। গতকাল প্রেসিডেন্ট যা বলেছেন তার বাইরে আমি যেতে চাচ্ছি না। ’

বাইডেন মঙ্গলবার বলেন,  তিনি রেকর্ডগুলো আবিষ্কার করে ‘বিস্মিত’ হয়েছিলেন। বিচার বিভাগের পর্যালোচনায় ‘সহযোগিতা’ ও করছেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।