ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নতুন বছরের শুরুতেই রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ

নতুন বছর শুরুর কিছু সময় পরই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বছরের প্রথম বিস্ফোরণ ঘটে।

ক্ষেপণাস্ত্রগুলো দুটি জেলায় আঘাত হানে। আল জাজিরার খবর।

মেয়র বলেন, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শহরের সামরিক প্রশাসন বলেছে, রাশিয়ার ২৩টি ‘এয়ার অবজেক্ট’ ধ্বংস করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায়, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত ইউক্রেনীয়রা লড়াই করবে।

আবেগঘন এক ভাষণে ইউক্রেনীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা লড়াই করেছি ও লড়াই চালিয়ে যাব। আমি আপনাদের সবাইকে বলতে চাই- ইউক্রেনীয়রা, আপনি অবিশ্বাস্য!’

‘আমরা একটি দল হিসেবে লড়ছি- পুরো দেশ। আমি আপনাদের সবার প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অপরাজেয় অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই’- তিনি যোগ করেছেন।

এর আগে নতুন বছর শুরুর কিছু সময় আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন কখনও রাশিয়াকে ক্ষমা করবে না। ’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের হামলায় কিয়েভে একজন বেসামরিক নিহত হয়েছেন। গত তিন দিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় বড় হামলা।

হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি বলেন, ‘বছরের সর্বশেষ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।