ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ভারত

জাতীয় পর্যায়ের দলের স্বীকৃতি পেল মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
জাতীয় পর্যায়ের দলের স্বীকৃতি পেল মমতার তৃণমূল

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসকে’ (টিএমসি) ভারতের জাতীয় পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি দিলো দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।

জাতীয় পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পেতে নির্ধারিত তিনটি শর্তের একটি পূরণ করায় তৃণমূল এ স্বীকৃতি পেয়েছে। এর ফলে আঞ্চলিক নেত্রী বলে পরিচিত মমতা এখন জাতীয় নেত্রী হিসেবেই পরিচিতি পাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইসির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় পর্যায়ের দলের স্বীকৃতি পেতে তিনটি শর্তের একটি পূরণ করতে হয়। শর্ত তিনটি হলো- লোকসভায় কমপক্ষে ২ শতাংশ আসন (মোট ৫৪২টি আসনের মধ্যে ১১টি) থাকতে হবে; লোকসভায় চার রাজ্য থেকে কমপক্ষে ৬ শতাংশ ভোট থাকতে হবে; চার অথবা ততোধিক রাজ্যে ‘রাজ্য পার্টি’ বলে স্থানীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি থাকতে হবে।  

সংবাদমাধ্যমের তথ্যমতে, তৃণমূল কংগ্রেস সর্বশেষ শর্ত পূরণ অর্থাৎ চারটি রাজ্যের দল হিসেবে নিজেদের অবস্থান দেখাতে পারায় এ স্বীকৃতি পেয়েছে।

এর ফলে দলটি এখন কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি), শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি-মার্ক্সিস্ট (সিপিএম) এর সারিতে চলে এলো।

পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল এখন ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল রাজ্যে প্রতিষ্ঠিত। বিশ্লেষকদের মতে, মমতার সুদূর দৃষ্টি দিল্লিতে। সে হিসেবে গত এপ্রিলে নির্বাচনের পর তিনি কেরালাসহ দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে দলের কার্যক্রম বাড়ানোর ইঙ্গিত দেন। শুক্রবারের এ স্বীকৃতি তার সে ইচ্ছেকে যেন আরও জোর ভিত দিলো।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬/আপডেট ২০০৫ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।