ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ভারত

শীতে কাঁপছে গোটা ভারত, কুয়াশায় বিপর্যস্ত রেল-বিমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
শীতে কাঁপছে গোটা ভারত, কুয়াশায় বিপর্যস্ত রেল-বিমান

কলকাতা: শীতে কাঁপছে গোটা ভারত। জাঁকিয়ে শীত পড়েছে দেশজুড়ে।

এর জেরে দেশটির পার্বত্য এলাকায় তুষারপাত ও ঘন কুয়াশার জেরে সমগ্র জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রেল ও বিমান পরিষেবা।

কলকাতা বিমানবন্দরে ৪০টি বিমান দেরিতে ছেড়েছে এবং ৫টি বিমান বাতিল করা হয়েছে। একই অবস্থা দিল্লিসহ চণ্ডীগড়, অমৃতসর, আগ্রা, শ্রীনগর বিমানবন্দরেরও। শনিবার (৪ জানুয়ারি) দিল্লিতে ঘন কুয়াশার কারণে দিনের আলো, বেলা পর্যন্ত দেখা মেলেনি। কুয়াশার জেরে অন্ধকার ছিল গোটা দিল্লি। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, পরপর দুদিন প্রায় ৩৬০টি বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

বিমান চলাচল নজরদারি ওয়েবসাইট 'ফ্লাইটট্রেডার' এর তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০টির বেশি বিমান দেরিতে ছেড়েছে, ৬ টি বিমান বাতিল করা হয়েছে, ১৯৩ টি বিমান দেরিতে পৌঁছেছে। একই অবস্থা শনিবারও রয়েছে।

পরপর কয়েকদিন অস্বাভাবিক ঠান্ডার কারণে দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এলাকায় তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে দিল্লির এনসিআর সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে।

আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত শিক্ষাক্রম চলবে বলে জানিয়েছে দিল্লি প্রশাসন।

অপরদিকে, ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দূরপাল্লার অন্তত ২৪টি ট্রেন দেরিতে চলাচল করছে। হরিয়ানার হিসার এলাকায় কুয়াশায় সড়ক একপ্রকার স্তব্ধ হয়ে পড়েছে। শনিবার ভোরে রাজ্যটিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

একইভাবে কলকাতায় তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। সর্বনিম্ন তাপমাত্র ১৩ ডিগ্রির ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয় সংলগ্ন সিকিমে বরফ পড়ছে। দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত ৫ ডিগ্রির আশপাশের রয়েছে। বরফ না পড়লেও শিলাবৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ৪ জানুয়ারি ২০২৩
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।