আগরতলা (ত্রিপুরা): আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন দাস সংবাদ মাধ্যমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) রাতে সিপাহীজলা জেলার পুরাতন রাজনগর, কাইয়াডেফা, হরিহরদোলা, কোনাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক পাঁচজনের মধ্যে তিনজন হলেন-জয়ন্ত দাস (৩০), সমীর দাস (৩৮), গৌর চাঁদ দেবনাথ। তাদের বাড়ি সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন উত্তর কাইয়াডেফা এলাকায়।
এছাড়া মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকা থেকে মবিন মিয়া (৩৪) এবং জাকির হোসাইন (৩৫) আটক করা হয়।
আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে বলে জানান ওসি।
ওসি আরও জানান. এ অভিযানে মধুপুর থানা, বিএসএফ ও গোয়েন্দা বাহিনী সহযোগিতা করে। তারা মূলত অর্থের বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশি নারী-পুরুষকে ভারতের বিভিন্ন শহর এমনকি বিদেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসসিএন/জেএইচ