ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ভারত

তৃণমূল কা লাড্ডু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
তৃণমূল কা লাড্ডু! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতজুড়ে ডাকা হরতাল অসফল করা ও সিঙ্গুর টাটা মোটরস কোম্পানির কাছ থেকে কৃষকদের জমি ফেরতের মামালায় জয়ের কারণে জনসাধারণকে মিষ্টি মুখ করালো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কলকাতায় পথচারী, অফিস যাত্রী, বিক্রেতা, দোকানদারসহ পরিবহন চালকদের মিষ্টি খাওয়ানো হয়।

দক্ষিণ কলকাতার হাজরা, চেতলা এবং বন্দর এলাকার বিভিন্ন রাস্তায় এবং বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরাট মিছিল করে হরতালকে ব্যর্থ করার জন্য পথ চলতি নাগরিকদের শুভেচ্ছা জানান।
এই দিন ‘সিঙ্গুর দিবস’ পালন করছে তৃণমূল কংগ্রেস। এ উপলক্ষে পূর্তমন্ত্রী ফিরাদ হাকিমের নেতৃত্বে বিশাল মিছিল কলকাতার বিভিন্ন পথ অতিক্রম করে।

কাজে বেরিয়ে কলকাতার নাগরিকদের কাছে এই মিষ্টিমুখ ছিল কিছুটা আবাক করা। একদিকে সিঙ্গুরে কৃষকদের জয় অন্য দিকে হরতালের বিরুদ্ধে প্রচারের এই নতুন পন্থা বেশ আনন্দ দিয়েছে কলকাতাবাসীকে।
 
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।