ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ভারত

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

ভারতের নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের কাছে নিজের শরীরে আগুন দেন এক ব্যক্তি। স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের সঙ্গে বেসামরিক কয়েকজন নাগরিক দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে সংসদ ভবনের কাছে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত নিকটবর্তী রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে আংশিকভাবে পোড়ানো দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আহত ব্যক্তির নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাঘপাটের বাসিন্দা। তিনি রেলওয়ে ভবনের কাছে একটি পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এবং পরে সংসদ ভবনের দিকে দৌড়ে যান। রেলওয়ে ভবন সংসদ ভবনের বিপরীত দিকে অবস্থিত।

জিতেন্দ্রর পরিবার বাঘপাটে অন্য একটি পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষেরই লোকজনকে জেলে পাঠানো হয়। এ নিয়ে তিনি বেশ মনঃক্ষুণ্ন ছিলেন। বুধবার সকালে তিনি ট্রেনে দিল্লি আসেন, রেলওয়ে ভবন চত্বরে পৌঁছে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির শরীর ভয়াবহভাবে পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওই ঘটনার বিষয়ে একটি ফোন কল পাওয়া যায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং একটি ফরেনসিক তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ঘটনার পরপরই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে একটি কালো কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।  

বর্তমানে ভারতে সংসদ অধিবেশন চলছে না। ২০ ডিসেম্বর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।