ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ভারত

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন

কলকাতা: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১৪ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) দলের নেতা হেমন্ত সোরেন। এইনিয়ে চারবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন ৪৯ বছর বয়সী সোরেন।

বৃহস্পতিবার(২৮ নভেম্বের) ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির মোরাবাদী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতানেত্রীরা।

উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ সদস্য তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খারগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এমকে স্টালিন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি শিবকুমার, আরজেডি নেতা ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান শারদ পাওয়ার, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রমুখ।

সে দিক থেকে হেমন্ত সোরেন শপথ অনুষ্ঠান ছিল ‘ইন্ডিয়া’ জোটের কাছে একধরনের শক্তি প্রদর্শন। নতুন মুখ্যমন্ত্রী হেমন্তকে শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার।

যদিও এদিন হেমন্ত একাই শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মন্ত্রিসভা গঠন হবে বলে জানা গেছে। তারপরই বাকি মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে তার আগামী কার্যকালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

গত ১৩ এবং ২০ নভেম্বর মোট দুই ধাপে ঝাড়খণ্ড বিধানসভার মোট ৮১ আসনে ভোট হয়েছিল। সেখানে জেএমএম নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ৫৬ আসনে জয়ী হয়। এই জোটের অন্য শরিকদলগুলো হল কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএল। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোট এনডিএ ২৪ আসনে জয় পায়।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০২৪
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।