ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের একদিনের হরতাল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ভারতে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের একদিনের হরতাল ঘোষণা

আগরতলা (ত্রিপুরা): সাত দফা দাবিকে সামনে রেখে ভারতব্যাপী একদিনের ব্যাংক হরতালের ডাক দিয়েছে ‘সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘ’।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

এতে সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন।  

এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকের যে সব শাখা রয়েছে, সেগুলিতেও বনধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়।  

গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘের উল্লেখযোগ্য দাবিগুলোর হলো -  

১. দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের স্বার্থে গ্রামীণ ব্যাংকগুলিকে বেসরকারি করা চলবে না।

২. দীর্ঘ বছর ধরে গ্রামীণ ব্যাংকগুলোয় ফাঁকা পড়ে থাকা পদগুলোতে দ্রুত নিয়োগ দিতে হবে।  

৩. গ্রামীণ ব্যাংকে দীর্ঘ বছর ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ।

৪. গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। কারণ, অন্যান্য রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোতে কর্মচারীদের দুই থেকে তিন বছরের মধ্যে পদোন্নতি হয়। অথচ একই যোগ্যতা ও কর্মদক্ষতা থাকার পরও গ্রামীণ ব্যাংকগুলোয় পদোন্নতির জন্য ৬ থেকে ৭ বছর লেগে যায়।  

এসব দাবিকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ মার্চ টানা দুইদিন ব্যাংক হরতাল কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসসিএন/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।