ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইফতারে নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইফতারে নাসিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইফতার করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অতিরিক্ত সচিব এ এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, এ এম বদরুদৌজা, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সময়: ১৯৩১ ঘন্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।