ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আই ডিসচার্জ হচ্ছে? জানুন প্রতিকার

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
আই ডিসচার্জ হচ্ছে? জানুন প্রতিকার

আমাদের চোখ স্বাভাবিক কার্যকারিতা ও সুরক্ষার জন্য ক্রমাগত কিছু পরিমাণ শ্লেষ্মা উৎপাদন করে চলে। অনবরত চোখের প্রতিটি পলক পড়ার সঙ্গে এই শ্লৈষ্মিক অশ্রু বেরিয়ে আসে ও একটি পাতলা আচ্ছাদন তৈরি করে।

কোনো ব্যক্তির ঘুমের সময় পলক পড়ে না, তাই চোখের কোণায় এবং পাশাপাশি চোখের পাতায় এই শ্লেষ্মা জমা হয় ও শুকনো আবরণ তৈরি করে। যদিও অনেক সময় এটা বিরক্তিকর মনে হয়। তবে চোখ দিয়ে অল্প পরিমাণ পানি পড়ার পর (পরিষ্কার বা সাদাটে) তা স্বাভাবিক হয়ে যায়। যাইহোক, চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া বা বিবর্ণতাকে (সবুজ বা হলুদ) অস্বাভাবিক মনে করা হয়।

চোখ থেকে পানি পড়ার সঙ্গে যুক্ত লক্ষণ এবং উপসর্গগুলো হলো-

চোখ দিয়ে নির্গত পুঁজ বা পানি (যা হলুদ বা সবুজ রঙের হতে পারে);
চোখের পাতায় ও পলকের উপর শুকনো পুঁজ;
ঘুম থেকে ওঠার পর চোখের পাতা দুটি চটচটে ও একসাথে জুড়ে থাকা;
চোখের সাদা অংশে লাল বা গোলাপি রঙের বিবর্ণতা;
সাধারণত চোখের পাতায় ফোলাভাব;

গুরুতর ক্ষেত্রে যে উপসর্গ দেখা যেতে পারে-

১০৪ ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি জ্বর;
চোখে অসহ্য ব্যথা, সাথে চোখের পাতা ফোলা বা লালচে ভাব;
দৃষ্টিতে অস্পষ্টতা;

চোখ দিয়ে পানি পড়ার কারণগুলো হলো-

সাধারণভাবে পানি পড়া। শুধুমাত্র চোখের কোণে খুব অল্প পরিমাণে ক্রিম রঙের শুকনো শ্লেষ্মা উপস্থিত থাকে। নোংরা হাতে চোখে স্পর্শ করলে অস্বস্তি হয়;
চোখের পানির পথ বন্ধ থাকলে;
কনজাংটিভাইটিস- ব্যাকটেরিয়া, অ্যালার্জি বা ভাইরাস জনিত কারণে;
কেরাটাইটিস; ব্লেফারাইটিস; চোখে আঘাত; চোখে বাইরের কোনো বস্তুর প্রবেশ; চোখের পাতায় সেলুলিটিস হলে

নির্ণয় ও চিকিৎসা

প্রাথমিকভাবে ভুক্তভোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উপসর্গের বিশদ বিবরণ নিয়ে নিখুঁতভাবে চোখ পরীক্ষা করাতে হবে।

ঘরে বসে নিরাময়

চোখের থেকে সাধারণ পানি বা কেতর পরিষ্কার করার জন্য ঈষদুষ্ণ পানি ও ভেজা তুলার ব্যবহার করা উচিত। পুনরায় সংক্রমণ থেকে বাঁচতে পরিষ্কারের পর নতুন করে তুলা ব্যবহার কতে হবে। এ সময় হাত ভালোভাবে ধুয়ে নেওয়া অবশ্য কর্তব্য;
মুখ ও চোখের পাতা স্পর্শ এবং চোখের সাজসজ্জা এড়িয়ে চলা উচিত;
যদি সংক্রমণ দেখা দেয়, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল চোখের ড্রপ দেওয়া প্রয়োজন;
কন্টাক্ট লেন্সের ব্যবহার এড়িয়ে চলা উচিত;
চোখ দিয়ে অস্বাভাবিক বা অত্যধিক পানি পড়লে চশমা ব্যবহার করা উচিত।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।