চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই অপ্রতিরোধ্য। প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের জয়ের বিষয়টা অনুমেয়ই ছিল।
মাত্র চার মিনিট যেতেই এমবাপ্পে গোলমুখ খোলেন। সিটির রক্ষণের ভুলে এগিয়ে যায় রিয়াল। ম্যানসিটি অধিনায়ক রুবেন দিয়াস হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফরাসি ফরোয়ার্ড বল পায়ে নিয়ে এডারসনের শরীরের ওপর দিয়ে জাল কাঁপান। ৩৩তম মিনিটে কাটব্যাকে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হতেই তৃতীয়বার জালে বল ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ৬১তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে জালে বল ঠেলে দেন তিনি।
রিয়ালের হয়ে ৩৮ ম্যাচে এমবাপ্পের গোল দাঁড়ালো ২৮টি। ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে তার গোল সংখ্যা ৩৫৯ এবং বানিয়েছেন ১৪২টি। সব প্রতিযোগিতা মিলে ৫০১ গোলে অবদান ফরাসি তারকার। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ে ৫০০ গোলে অবদান রাখার মাইলফলকে পৌঁছালেন তিনি।
শেষ দিকে সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেস একটি গোল শোধ করেন। কিন্তু তা দিয়ে রিয়ালের বিপক্ষে স্কোরশিট সমৃদ্ধ করার বাইরে আর কিছুই করতে পারেনি ম্যানসিটি।
শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। যদিও নির্ভর করছে শুক্রবারের ড্র’এর ওপর। তবে, রেকর্ড ১৬তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন রিয়ালের সামনে।
অন্যদিকে কোচিং ক্যারিয়ারে সর্বনিম্ন অবস্থায় রয়েছেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তার অধীন কোনো ক্লাব শেষ ষোলোয় ওঠার আগে বিদায় নেয়নি। এই প্রথম নিলো।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এআর