ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

ফুটবল

বৃহস্পতিবার একুশে পদক নেবে নারী ফুটবল দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বৃহস্পতিবার একুশে পদক নেবে নারী ফুটবল দল ছবি: সংগৃহীত

একুশে পদক দেওয়া হবে আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদকের জন্য মনোনীত হয়েছে।  

প্রথমে নারী ফুটবল দলের ১১ জনকে পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কোন ১১ জনকে পাঠাবে, তা নিয়ে বিপাকে পড়েছিল। পরে বাফুফের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করে সংস্কৃতি মন্ত্রণালয়।

শেষ পর্যন্ত ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি নয়জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এর বাইরে বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে সাতটি আমন্ত্রণপত্র। অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে পদক নেবেন শুধু অধিনায়ক সাবিনা খাতুন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।