চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। এমন বাজে শুরুর পর সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকা থেকে ব্রাজিলের নাম অনেকেই বাদ দিয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই পেছনে ফেলে দিল ব্রাজিল। শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে তারা জিতে নিল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা।
চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণ হয়।
দুই দলের পয়েন্ট সমান হওয়ায় গোল ব্যবধান হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারক। চিলিকে হারিয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি গোল ব্যবধানে (+৪) এগিয়ে যায় ব্রাজিল।
একই রাতে আর্জেন্টিনাকে জিততে হতো ৪-০ গোল। কিন্তু সেটি হওয়া তো দূরের কথা, উল্টো তারা হেরেছে ৩-২ গোলে। আর তাতেই ব্রাজিলের শিরোপা জইয় নিশ্চিত হয়ে যায়।
এ নিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে ১৩তম বারের মতো লাতিন অঞ্চলের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জিতলো ব্রাজিল।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমএইচএম