ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বগুড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
বগুড়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নবজাগরণ সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিহার হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে পিরব ইউনিয়ন একাদশ ৫-৩ গোলে নুনগোলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।  

তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।  

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ও বিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পিরব ইউনিয়ন একাদশের গোল রক্ষক প্রভাস। সর্বোচ্চ চারটি গোল দিয়ে পুরো টুর্নামেন্টের ‘ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারে ভূষিত হন নুনগোলা ক্রীড়া সংস্থার রিয়াদ। তার হাতে ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি শফিউল আজম সজল।

ফাইনাল খেলা পরিচালনা করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি জিকরুল বাবু, তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম বাবু ও ফজলে বারী টুটুল।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফসার আলী, তোফায়েল হোসেন সাবু, সাহিদুল ইসলাম, মফিজুল বারী রঞ্জু, আব্দুল বাসেদ, খাইরুল ইসলাম মিন্টু, শিহাব সাগর, নবজাগরণ সংঘের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৌরভ, আতিক মাহমুদ, মাকসুদ হাসান মিশু, রুহুল কবির সুমন, কামরুল হাসান হৃদয়সহ অনেকে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।