ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-নেইমার না থাকার ‘অজুহাত’ দিতে চান না পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মেসি-নেইমার না থাকার ‘অজুহাত’ দিতে চান না পিএসজি কোচ

লীগ ওয়ানে চমক দেখিয়েছে লঁস। গতকাল পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।

ফরাসি জায়ান্টদের দলে অবশ্য ছিলেন না বিশ্বকাপ জেতা মেসি ও দলের বড় তারকা নেইমার। তবে তারা না থাকা কোনো অজুহাত দিতে চান না কোচ ক্রিস্তফ গালতিয়ের।

বিশ্বকাপ জেতার পর এখনও ক্লাবের হয়ে মাঠে নামেননি মেসি। অপরদিকে আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে মাঠা এই ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারেরও। দলের বড় তিনজন তারকার মধ্যে এমবাপ্পেকে নিয়েই লঁসের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। আর হারতে হয়েছে বড় ব্যবধানে। এদিন পিএসজিকে চিনতেই পারেননি বলে জানিয়েছেন কোচ গালতিয়ের।  

প্রতিপক্ষের জয় প্রাপ্য ছিল দাবি করে তিনি বলেন, ‘লঁসের জয় প্রাপ্য ছিল। খেলা দেখে আমি পিএসজিতে চিনতে পারিনি। কিলিয়ান কঠোর পরিশ্রম করেছে। সে খুব ভালো মানসিকতা দেখিয়েছে। আজ মেসি ও নেইমার ছিল না। কিন্তু এটি কোনো অজুহাত নয়। ’

হেরেও অবশ্য ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লঁস।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।