ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বিনোদন

দেবকে রাখি পরিয়ে দিলেন মমতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
দেবকে রাখি পরিয়ে দিলেন মমতা দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়

ওপার বাংলার অভিনেতা দেবের বোন দিপালী অধিকারী নিশ্চয়ই ভাইয়ের হাতে রাখি পরিয়েছেন। বোন না হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখিয়েছেন এই বন্ধন।

তিনি যে সবারই দিদি!

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেবের হাতে রাখি পরিয়ে দেন মমতা। অনেকের কাছে এটা চমক হলেও অস্বাভাবিক নয়। বিভিন্ন অনুষ্ঠানে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকে নিজের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।

মমতার রাখি পেয়ে আনন্দিত দেব টুইটারে তার খুশির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবসময়ই মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে নিজেকে সম্মানিত মনে করি। রাখিবন্ধনের বিশেষ দিনে তিনি আমায় রাখি বেঁধে দিলেন। ধন্যবাদ দিদি। ’

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।