ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

বিনোদন

বিচ্ছেদের পর প্রথমবার শহীদকে বুকে টেনে নিলেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
বিচ্ছেদের পর প্রথমবার শহীদকে বুকে টেনে নিলেন কারিনা

একসময় বলিউডে আলোচিত জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। তাদের সবশেষ সিনেমা ‘জাব উই মেট’ সুপারহিট হলেও তাদের সুদিন টেকেনি বেশিদিন।

২০০৭ সালে ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক।

এরপর কথা তো দূরে, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শহীদ কাপুর এবং কারিনা কাপুরের। মাঝে কেটে গেছে দীর্ঘ ১৮ বছর। যে যার সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। এবার সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শহীদকে বুকে টেনে নিলেন কারিনা। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা।

একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যালজিয়া! শুধুই পড়ে ছিল পুরনো ক্ষত, পুরনো ব্যথা। বলিউডের আর পাঁচজন তারকাযুগল বিচ্ছেদের পথে হাঁটলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন। সেই তালিকায় আমির-কিরণ, হৃতিক-সুজানের পাশাপাশি আরও অনেকেই রয়েছেন।

তবে শহীদ কাপুর এবং কারিনা কাপুর কিন্তু এযাবৎকাল সেই পথে হাঁটেননি। একে-অপরে এড়িয়েই চলতেন তারা। তবে এবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে ‘জব উই মেট’ মুহূর্ত উপহার দিলেন।

জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় প্রাক্তন বলিউড জুটি শহীদ-করিনাকে একসঙ্গে দেখা গেছে হাসিখুশি মেজাজে। উপস্থিত অতিথি, তারকা এবং সাংবাদিকদের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরেন কারিনা। আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শহীদ-কিরিনা। তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন পতৌদিদের বউমা। সেই মুহূর্ত সামাজিকমাধ্যমে ভাইরাল। যা দেখে খুশি তাদের ভক্তরাও।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির সিনেমা ‘জব উই মেট’। সিনেমার শুটিং চলাকালীন সময়েই শহীদ-কারিনার ব্রেকআপ হয়েছিল বলে শোনা যায়। তবে সিনেমাতে তার কোনও প্রভাব পড়েনি। সেই সময় সিনেমাটি বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক সিনেমার কথা উঠলে ‘জব উই মেটে’র নাম আসবেই।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।