ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

বিনোদন

একজন নারী ‘মা, মেয়ে, স্ত্রী,বোন’ আসুন তাদের সম্মান করি: বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
একজন নারী ‘মা, মেয়ে, স্ত্রী,বোন’ আসুন তাদের সম্মান করি: বুবলী শবনম বুবলী

বিশ্বজুড়ে শনিবার (০৮ মার্চ) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে দিবসটি।

এছাড়া সামাজিমাধ্যমে নারী দিবস নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন দেশের তারকারা। বাদ যাননি চিত্রনায়িকা শবনম বুবলী।

মা, মেয়ে, স্ত্রী কিংবা বোন হিসেবে নারীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন ঢালিউডের এই অভিনেত্রী।

ফেসবুকে শবনম বুবলী লেখেন, ‘একজন নারী মা, মেয়ে, স্ত্রী, বোন। তাই আসুন সবাই নারীদের সম্মান করি। বিশ্বের সকল নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা। ’

কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিশ্বরূপ পায়।

এদিকে, আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’ সিনেমা। ‘জংলি’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। অন্যদিকে, ‘পিনিক’ সিনেমায় তার নায়ক আদর আজাদ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।