ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

বিনোদন

কোরআনের সুরেলা কণ্ঠের সন্ধানে শুরু হলো উম্মাহর সেরা কণ্ঠ–২০২৫

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
কোরআনের সুরেলা কণ্ঠের সন্ধানে শুরু হলো উম্মাহর সেরা কণ্ঠ–২০২৫

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিভাবান কারিদের খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে উম্মাহর সেরা কণ্ঠ-২০২৫ প্রতিযোগিতা। এর মূল উদ্দেশ্য সারা দেশ থেকে দক্ষ ও সুমধুর কণ্ঠের কারিদের তুলে আনা, যারা মূলত সহীহ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত চর্চা করেন।

 

১৩ বছর বা তদূর্ধ্ব যেকোনো বয়সী নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতাটির বিচারক প্যানেলে রয়েছেন দেশবরেণ্য ৬ জন ক্বারী। তারা হলেন– কারি আব্দুল ওয়াদুদ, কারি মোহাম্মদ আব্দুল গফুর, কারি মনোয়ার হোসেন, কারি মোস্তাকিম বিল্লাহ, কারি আবু সালেহ মুসা, এবং কারি মুশফিক বিন মুস্তফা।

প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন করা ৫০০ জনের অধিক প্রতিযোগীর মধ্য থেকে ৬০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে। এই নির্বাচিত প্রতিযোগীরা তাদের শুদ্ধ কোরআন তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করবেন, যা প্রথম রমজান থেকে ২৯তম রমজান পর্যন্ত দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে।  

এই প্রতিযোগিতা সম্পর্কে কারি আব্দুল ওয়াদুদ বলেন, “এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি কোরআনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই প্রতিযোগিতা তরুণদেরকে শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ” 

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৬ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হবে। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন দেড় লক্ষ টাকার শিক্ষা বৃত্তি।  

রমজান মাসজুড়ে চলবে এই অনন্য আয়োজন, যেখানে শ্রোতারা উপভোগ করবেন অনন্য তেলাওয়াতের সুরেলা ধ্বনি।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।