নিজেকে আরও আকর্ষণীয় করতে জিরো ফিগার পেতে দ্রুত মেদ ঝরানোর প্রক্রিয়া শুরু করেন এক টিকটক স্টার। এটা করতে গিয়ে শরীরের মারাত্মক ক্ষতি করে বসেন।
সেই টিকটকার হলেন মেক্সিকান ইনফ্লুয়েনসার ডেনিস রেয়েস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, শরীরে দ্রুত মেক্সিকোর চিয়াপাসের একটি অননুমোদিত ক্লিনিকে লাইপোসাকশন নামের এই সার্জারি করান ২৭ বছরের এই ইনফ্লুয়েনসার। আর অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে মারা গেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ডেনিস রেয়েস গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিকেল ক্লিনিকে কসমেটিক সার্জারি করেছিলেন। নিয়ম মাফিক যেখানে পদ্ধতির আগে ডা. অরল্যান্ডো গাম্বোয়ার তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয়।
ওই ইনফ্লুয়েন্সার অনুরাগীদের কাছে নিজের সবশেষ অবস্থাও জানাতেন। অস্ত্রোপচারের পরে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানান। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আচমকাই তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। তার পরিবার সূত্র জানায়, হার্ট অ্যাটাকের শিকার হন ডেনিস।
এরপর তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে ডেনিসের পরিস্থিতি সংকটজনক বলে জানা যায়। পরবর্তীতে তাকে অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ ওই কসমেটিক ক্লিনিকে আইসিইউ নেই। এরপর গত বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এ ঘটনায় অস্ত্রোপচার করা ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রয়াতের পরিবার। তাদের অভিযোগ, চিকিৎসা পদ্ধতিতে গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ডেনিস রেয়েসের।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসএএইচ