ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এলো মোশন পোস্টার, জানা গেল সিয়ামের ‘জংলি’ মুক্তির সময়

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এলো মোশন পোস্টার, জানা গেল সিয়ামের ‘জংলি’ মুক্তির সময়

বেশ কয়েকবার ঘোষণা এলেও শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। তবে এবার চূড়ান্ত ঘোষণা দিলেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি মোশন পোস্টার শেয়ার করেছেন সিয়াম। যেখানে তাকে দেখা গেছে, ভংঙ্কর রূপে! চোখেমুখে আক্রোশের ছাপ। মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা। তাতে চুঁইয়ে পড়ছে রক্তজল! এমন লুকে এর আগে অভিনেতাকে কখনও দেখা যায়নি।

এমন দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া!’

এরইমধ্যে জানিয়ে দেওয়া হয় যে, সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। মোশন পোস্টারের ক্যাপশনেও তেমনটাই জানিয়েছেন সিয়াম আহমেদ ও ছবিটির পরিচালক এম রাহিম।
                 
সিনেমাটিতে চরিত্রটি ফুটিয়ে তোলা সিয়ামের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রস্তুতির সময়ে ৭ মাস চুল-দাড়ি কাটেননি তিনি।  

সিয়ামের সঙ্গে এ সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।