দেশের সংগীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি।
বুধবার (৮ জানুয়ারি) রাতে ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো আঁখি আলমগীরের নতুন গানটি। শিরোনাম ‘জানের জান’। এটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর সঙ্গীত করেছেন পুণম মিত্র।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হিরা। এতে মডেল হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী ও শিশির সরদার।
গানটি প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন, নকীব খান, সংগীত তারকা সালমা, মুহিন, রাশেদ, মেহেদী সোহেল, চায়নিকা চৌধুরী, অরুন চৌধুরীসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এনএটি/জেএইচ