ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বন্দুকযুদ্ধে নিহত সেই ‘পানামা ফারুক’ তাহসানের শ্বশুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
বন্দুকযুদ্ধে নিহত সেই ‘পানামা ফারুক’ তাহসানের শ্বশুর  স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান, ডানে রোজার বাবা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক

বরিশাল: জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। বিনোদন অঙ্গনের তারকারাসহ তাহসানভক্তরা দিনভর নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

 

তবে এরইমধ্যে তাহসানপত্মী রোজা আহমেদের বাবা তথা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে ‘পানামা ফারুক’ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে ওইভাবে স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। তবে ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক।

তৎকালীন র‌্যাব সদস‌্যরা জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেননি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান।  

এ খবরের সত্যতাও নিশ্চিত করেছেন রোজার চাচা তথা ক‌থিত বন্ধুকযুদ্ধে নিহত ফারুক আহম্মেদের ভাই মনা আহম্মেদ।

শনিবার রাতে সাংবা‌দিকদের তিনি জানান, গতরাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি অনু‌ষ্ঠিত হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন। আমি না থাকায় বিস্তা‌রিত বলতে পার‌ছি না। তবে এ বিয়েতে আমরাসহ প‌রিবারের সবাই অনেক খু‌শি, সেইসঙ্গে ব‌রিশালবাসীও খু‌শি।  

তি‌নি আরও বলেন,  আব্বা, আম্মা ও ভাইবোনেরা বিয়েতে গিয়ে‌ছিল, তারা ফিরলে কবে তাহসান ব‌রিশালে আসবে সে বিষয়ে জানতে পারবে।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

আরও পড়ুন>>স্ত্রীর ছবি শেয়ার করে তাহসান লিখলেন, ‘আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।