ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি স্কুলে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
রাবি স্কুলে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন রাবি স্কুলে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন-ছবি: বাংলানিউজ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হয়েছে।

রাবি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্কুল চত্বরে এ আয়োজনের উদ্বোধন করেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন-কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক স্কুলের পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করা হয়।

এসময় জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র গ্রন্থ থেকে পাঠ, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের শহীদ ও স্কুলের প্রয়াত শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারীদের সংবর্ধনা ও স্মারক উপহার দেওয়া হয়।


অনুষ্ঠান সঞ্চালনা করেন-স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ফারজানা আশরাফী নীলা ও স্কুলের প্রভাষক মো. বাদশা আলম।

দু’দিনব্যাপী এ আয়োজনে আরও থাকছে স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও মতবিনিময়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।