ঢাকা, রবিবার, ১ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রাক্তনদের মিলনমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রাক্তনদের মিলনমেলা

ঢাকায় বসবাসরত কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক উষ্ণ ও প্রাণবন্ত ইফতার মাহফিল।

১৫ মার্চ (শনিবার) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়, যেখানে স্কুলের এসএসসি ব্যাচ ১৯৯৮ থেকে শুরু করে এসএসসি ব্যাচ ২০২৫ পর্যন্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

 

এসএসসি ’৯৮ ব্যাচের মো. আশিকুর রহমান এবং এসএসসি ২০২২ ব্যাচের নকিব উল আলম ভূঁঞার (পবন) উদ্যোগে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইফতারের মাধ্যমে শুরু হলেও অনুষ্ঠানটি মূলত ছিল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যৎ একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা চ্যাপ্টার পথচলা শুরু করার প্রয়াস।

এই আয়োজনের মাধ্যমে তিনটি মূল লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। এগুলো হলো-
১. ঢাকায় বসবাসরত প্রাক্তনদের মধ্যে আন্তরিক যোগাযোগ বৃদ্ধি ও একত্রিত হওয়ার প্ল্যাটফর্ম গঠন।
২. সিনিয়র ও জুনিয়রদের মধ্যকার মেলবন্ধন বাড়িয়ে তাদের কর্মজীবন ও ব্যক্তিগত উন্নয়নে কার্যকর সুযোগ-সুবিধা সৃষ্টি।
৩. প্রাক্তন শিক্ষার্থীদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং গঠনমূলক পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা পালন।

আয়োজন সম্পর্কে মো. আশিকুর রহমান বলেন, ইফতার আমাদের জন্য শুধু একটি উপলক্ষ ছিল। আসল উদ্দেশ্য হলো ঢাকায় বসবাসরত CMHSian-দের ঐক্যবদ্ধ করা।  

অপর আয়োজক নকিব উল আলম ভূঁঞা (পবন) বলেন, আজকের এই মিলনমেলার মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদী ও গঠনমূলক উদ্যোগের সূচনা করলাম। আশা করি, সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনরা সবাই তাদের স্কুল জীবনের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে নিয়মিত কার্যক্রম ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই প্রচেষ্টাকে গতিশীল ও অর্থবহ করার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫ 
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।