ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

শিক্ষা

ঈদুল ফিতর উপলক্ষে ২৩ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
ঈদুল ফিতর উপলক্ষে ২৩ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩দিন ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ ছুটি শুরু হচ্ছে রোববার (১৬ মার্চ)।

 

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। এছাড়া ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।