ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকেল ৪ টার দিকে কুমারখালীর সৈয়দ মাসউদ রুমি সেতু (মীর মশাররফ সেতু) এবং রেল সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনিসহ মোট ১৩জন গোসল করতে গড়াই নদীতে নেমেছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগর বেড়াতে আসেন। বিকেলে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে একসঙ্গে সাঁতরে গড়াই নদী পার হওয়ার জন্য নদীতে নামেন তারা। নদী পার হওয়ার সময় তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। দু’জন পাড়ে উঠতে পারলেও তানভীর নিখোঁজ হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।