ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হঠাৎ বৃষ্টিতে পানিবন্দি আগরতলা শহর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ১৯, ২০২২
হঠাৎ বৃষ্টিতে পানিবন্দি আগরতলা শহর

আগরতলা (ত্রিপুরা): প্রাক মৌসুমী বৃষ্টিতে নাজেহাল অবস্থা তিলোত্তমা নগরী আগরতলার। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে আগরতলা শহর এবং আশেপাশের এলাকায় বেশ সময় ধরে বৃষ্টি হয়।

 

বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় পানি আটকে যায়।  

পানিবন্দি হয়ে পড়ে রাজধানীর বটতলা এলাকায়, মেলার মাঠ, শিশু বিহার এলাকা, আইজিএম চৌমুহনী, টিআরটিসি সংলগ্ন এলাকা, ওল্ড আর এম এস, মন্ত্রী বাড়ি রোড, ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলা রোড, বনমালীপুর এলাকা, বিদুরকর্তা চৌমুহনী, রবীন্দ্র ভবন চত্বরসহ রাজধানীর অন্যান্য এলাকা। কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি জমে যায়।  

হঠাৎ বৃষ্টির জেরে এভাবে সফর পানিবন্দি অবস্থা হয়ে যাওয়ায় পথচলতি মানুষ দিশেহারা হয়ে পড়েন। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ছোট ও মাঝারি গাড়ির কোথাও প্রায় ডুবে যায়। আবার কোথাও কোথাও যানবাহনের বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে যায়। বিকেলবেলা এমন অবস্থায় সমস্যায় পড়েন অফিস ফেরত লোকজন।  

পরিস্থিতি ভয়াবহ হওয়ায় পানিবন্দি মানুষদের উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য সদর মহকুমা প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে পাম্পের নৌকা নামানো হয়। যানবাহন চলাচলের রাস্তায় নৌকা চালিয়ে সাধারণ মানুষদেরকে নিরাপত্তা নিয়ে পৌঁছে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে, ২০২২।
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।