ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২ বাংলার দরদ তুলতে কলকাতায় শাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
২ বাংলার দরদ তুলতে কলকাতায় শাকিব

কলকাতা: তুফানের পর দুই বাংলায় একসাথে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ২০ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দরদ।

এ নিয়ে চলতি বছর শাকিবের তৃতীয় সিনেমা এটি। সেই দরদের আনুষ্ঠানিকতায় কলকাতা এলেন দুই বাংলার ভাইজান, শাকিব খান।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গলে শাকিব খানের উপস্থিতিতে জাঁকালো অনুষ্ঠানে এসকে মুভিসের নতুন ১৮টি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলো। নতুন এই ১৮টি ছবি মুক্তি পেতে চলেছে এসকে মুভিজ প্রযোজনায়। তার মধ্যে অন্যতম হলো শাকিব খান, সোনাল চৌহান অভিনীত দরদ। দীর্ঘদিন ধরে এসকে মুভিসের সঙ্গে কাজ করা এবং তুফানের পর দরদে সাফল্য নিয়ে যথেষ্টই আশাবাদী শাকিব।

তাকে সামনে পেয়ে আলাদা উন্মাদনা তৈরি হয় কলকাতাবাসীর মধ্যে। হুড়মুড়িয়ে পরে ভারতের মিডিয়া। দেদার সেলফি বিলোলেন শাকিব। অনেক ভক্তর সই আবদার মেটালেন তিনি। একদা জিবাংলার মিঠাই ধারাবাহিকে মুল অভিনেত্রী সৌমি তৃষা বলেন, শাকিব ভাইয়ের আমি বড় ফ্যান। ফলে তার আসা এবং এসকের দাওয়াত আমি ফেরাতে পারিনি।

পরিচাল সৃজিতের এবং অভিনেত রুদ্রনীলে সাথেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় শাকিবকে। একসাথে বের হওয়ার সময় সৃজিতকে সাংবাদিকদের প্রশ্ন নতুন কোনো ছবির পরিকল্পনা কি? উত্তরে হেসে ফেলেন শাকিব, সৃজিত বলেন, দেখা যাক।

শাকিব বলেন, আমি কখনোই দুই বাংলাকে আলাদা করে দেখি না। তবে কলকাতায় আসা এবং কলকাতার মানুষের ভালোবাসা পাওয়া আমার কাছে একটা আলাদা অনুভুতি। কলকাতার মানুষ আমার প্রতি যে ভালোবাসা বা সম্মান দেখায়, সেই ভালোবাসার কাছে সব সময় আমি নত থাকতে চাই।

তিনি আরও বলেন, এই বছরটা আমার জন্য বেশ ভালো। এ বছরটা অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে। স্পেশালি দুই বাংলায় একসাথে দুটো ছবি মুক্তি পেতে যাচ্ছে। তুফান রিলিজ হয়েছে। এবার দরদ রিলিজ হতে যাচ্ছে। সবমিলিয়ে খুব ভালো সময় যাচ্ছে।

প্রযোজক এসকে মুভিজ এর বিষয়ে শাকিব বলেছেন, এসকে মুভিজ এর সাথে আমার পথচলা অনেক বছর আগে থেকেই। চমৎকার একটা সম্পর্ক আছে। একটা ফ্যামিলি বন্ডিং আছে। ধানুকা আঙ্কেল (অশোক ধানুকা), হিমাংশু যখন বললো, চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছি। তোমাকে আসতেই হবে। আমি না করতে পারলাম না। আমার আপকামিং মুভি বরবাদ। মুম্বাইতে যার কাজ চলছে। সেখান থেকে আমার কলকাতায় আসা। শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। চমৎকার আয়োজন, খুবই ভালো লাগছে।

চোখের চোট লাগা বিষয়ে তিনি বলেছেন,  আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। প্রত্যেক শুটিং এ আমাদের টুকটাক এরকম কিছু না কিছু হতেই থাকে। কখনো চোখে, কখনো পায়ে, এই নিয়েই আমাদের কাজটা করতে হয়।

সিনেমার প্রচার নিয়ে পরিচালক মামুন বলেছেন, দেশের বাইরে কলকাতাতেও আমরা বড় প্রচার চালাচ্ছি। শাকিব অভিনীত এই ছবিও কলকাতার মানুষের মনে দাগ কাটবে। প্রেমের গল্পের সঙ্গে সাইকোলজিকাল থ্রিলার ঘরানার সিনেমা দরদ। ছবির গল্প শুরু হচ্ছে বারানসিতে ব্যক্তির হত্যা নিয়ে। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপর। সেই দুলু মিয়া ভূমিকায় রয়েছেন সাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি প্রেমও রয়েছে। দরদ সিনেমার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমায় সাতটা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দিতে রাখা হয়েছে।

বাংলা ভাষার পাশাপাশি দরদ ভারতে মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায়। শাকিব, সোনালসহ এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১২,২০২৪
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।