ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ছয় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা এক যুবককে আটক করা হয়েছে।

জব্দ করা স্বর্ণের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ কোটি রুপির সমান। এ স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসএফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার তেঁতুল বেরিয়া বর্ডার ফাঁড়ির পঞ্চম ব্যাটালিয়নের সদস্যরা আঁচলপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি করেন তারা। পরে তার কাছ থেকে ৫০টি সোনার বার পাওয়া যায়, যা ওজন প্রায় ছয় কেজি। পরে ওই যুবককে আটক করা হয়। আটক যুবক দ্রুত অর্থ উপার্জনের জন্য চোরাচালানের পথ বেছে নিয়েছেন বলে স্বীকার করেছেন। আটক যুবক ও জব্দ করা সোনা পরবর্তী ব্যবস্থার জন্য কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।